মাজুলি(অসম): এক মর্মান্তিক দুর্ঘটনায় অসমের মাজুলিতে মৃত্যু হল ভারতীয় বায়ুসেনার দুই পাইলটের।


প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, এদিন দুপুরে জোরহাট বায়ুসেনা ঘাঁটি থেকে থেকে মাইক্রোলাইট বিমানে করে নিয়মমাফিক উড়ানে বের হন ২ পাইলট। কিছুক্ষণের মধ্যেই ব্রহ্মপুত্র নদ লাগোয়া মাজুলি দ্বীপের দরবার চপোরিতে একটি জনবসতিহীন এলাকায় ভেঙে পড়ে বিমানটি।


তেজপুর থেকে বায়ুসেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পাণ্ডে জানান, নিহত ২ পাইলট হলেন উইং কমান্ডার জয় পল জেমস এবং উইং কমান্ডার ডি ভৎস। তিনি জানান, ২ পাইলট আপৎকালীন অবতরণের চেষ্টা করেছিলেন। কিন্তু, বালিতে আছড়ে পড়ে আগুন ধরে যায় বিমানটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ পাইলটের।


জ্বলন্ত বিমানটিকে দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেয় আশেপাশের গ্রামের লোকজন। খবর পেয়েই সঙ্গে সঙ্গে জোরহাট থেকে বায়ুসেনার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। অন্যদিকে, নৌকায় করে পৌঁছন পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।


ঘটনায় কোর্ট অফ এনক্যোয়ারির নির্দেশ দিয়েছে বায়ুসেনা।