নয়াদিল্লি: এ মাসের শুরুতে দক্ষিণ সুদানে বিদ্রোহীদের হাতে অপহৃত ২ ভারতীয়কে মুক্ত করতে সক্ষম হয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে জানিয়েছেন এ কথা।


তিনি জানিয়েছেন, ওই দুই ভারতীয়র নাম মিধুন ও এডওয়ার্ড। দক্ষিণ সুদানে তাঁরা অপহৃত হয়েছিলেন, অবশেষে মুক্তি পেয়েছেন।





দক্ষিণ সুদানের দার পেট্রোলিয়াম অপারেটিং কোম্পানির প্রোডাকশন অপারেটর অজয় রাজা বৃহস্পতিবার রাতে বিদেশমন্ত্রীকে টুইটারে ধন্যবাদ জানান। তিনি লেখেন, সুষমার চেষ্টাতেই তাঁর ২ বন্ধু নিরাপদে ফিরে এসেছেন।

মিধুন গণেশ ও এ এডওয়ার্ড নামে ওই দুই ভারতীয় ইঞ্জিনিয়ার ৮ মার্চ ফিল্ডে কাজ করার সময় অপহৃত হন। শোনা যায়, সুদান পিপলস লিবারেশন আর্মি ইন অপারেশন নামে একটি বিদ্রোহী গোষ্ঠী তাঁদের তুলে নিয়ে গিয়েছে।

এক পাকিস্তানি ইঞ্জিনিয়ারকেও অপহরণ করে তারা, তাঁকেও বৃহস্পতিবার মুক্তি দেয়।

প্রেসিডেন্ট কির ও প্রাক্তন ডেপুটি প্রেসিডেন্ট রিয়েক মাচারের মধ্যে ক্ষমতা দখল ঘিরে অশান্তির জেরে দক্ষিণ সুদানে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। এতে প্রায় ৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন, দেশ ছেড়েছেন লাখ লাখ মানুষ।