প্রতি মিনিটে বায়ু দূষণে মারা যান দু’জন ভারতীয়, বলছে সমীক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Feb 2017 12:43 PM (IST)
নয়াদিল্লি: প্রতিদিন দূষিত থেকে দূষিততর হচ্ছে এ দেশের বাতাস। বায়ু দূষণে গড়ে রোজ দু’জনের মৃত্যু হচ্ছে। মেডিক্যাল জার্নাল দ্য ল্যান্সেট জানাচ্ছে, প্রতি বছর দশলক্ষেরও বেশি ভারতীয় এ কারণে মারা যাচ্ছেন, এ দেশে রয়েছে বিশ্বের দূষিততম কয়েকটি শহর। সদ্য শেষ হওয়া সপ্তাহে প্রকাশিত হয়েছে এই সমীক্ষা। তবে এটি করা হয়েছে ২০১০-এর তথ্যের ভিত্তিতে। সমীক্ষা বলছে, বায়ু দূষণ আর পরিবেশ বদল- এই দুটি পরস্পরের সঙ্গে যুক্ত। তাই একসঙ্গে সমস্যাদুটির সমাধান করতে হবে। পরিবেশ পরিবর্তনের ফলে মানুষের স্বাস্থ্যে বিপজ্জনক পরিবর্তন আসছে। উত্তর ভারতের বাতাসে যেভাবে ধোঁয়াশা জড়ো হয়েছে, তাতে স্থানীয় মানুষের স্বাস্থ্যে রীতিমত প্রভাব পড়ছে। এ জন্য প্রতি মিনিটে প্রাণ হারাচ্ছেন দু’জন। বিশ্বব্যাঙ্ক জানাচ্ছে, এর ফলে শ্রমের দিক থেকে দেখতে গেলে রোজগারের ক্ষেত্রে ৩৮ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে ভারত। ৪৮জন বরিষ্ঠ বৈজ্ঞানিক প্রকাশ করেছেন এই সমীক্ষা। তাঁরা বলছেন, পটনা ও নয়াদিল্লি পৃথিবীর দুটি অন্যতম দূষিত শহর।