গুয়াহাটি: বড়সড় দুর্ঘটনার হাত থেকে কোনওক্রমে রক্ষা পেল দুটি ইন্ডিগো বিমান। মঙ্গলবার সন্ধ্যায় গুয়াহাটি বিমানবন্দরে আকাশপথে বিমানদুটির সংঘর্ষ হতে যাচ্ছিল। কিন্তু সৌভাগ্যবশতঃ বিপর্যয় এড়িয়ে যে যার রাস্তায় এগিয়ে যায়।


বুধবার বিমান সংস্থার জনৈক মুখপাত্র জানান, মুম্বই থেকে গুয়াহাটি অভিমুখী একটি ইন্ডিগো ফ্লাইট লোকপ্রিয় বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক মুখে আচমকা তার রাস্তায় চলে আসে চেন্নাই রওনা হওয়া আরেকটি ইন্ডিগো ফ্লাইট।
মুখপাত্রটি বলেন, বৃষ্টিবাদলার জন্য দুর্যোগে পড়ায় ২৫০-৩০০ ফুট নীচে নেমে আসে গুয়াহাটিগামী বিমানটি। আর ঠিক তখনই আকাশে ডানা মেলেছে চেন্নাইগামী ফ্লাইট। তবে শেষ পর্যন্ত স্বাভাবিক অবতরণই করে গুয়াহাটিমুখী ফ্লাইটটি। যদিও সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কে বিধ্বস্ত হয়ে পড়েন বিমানের ক্রু-র দুজন সদস্য ও চারজন যাত্রী। বিমান নামার পর তাঁদের পরিচর্যার ব্যবস্থা করা হয়, দেওয়া হয় ওষুধপত্র।