বেঙ্গালুরুর আকাশে কোনওক্রমে সংঘর্ষ এড়ালোর ইন্ডিগোর ২ বিমান
ABP Ananda, Web Desk | 12 Jul 2018 01:27 PM (IST)
বেঙ্গালুরু: একটুর জন্য বাঁচলেন ৩২৮ জন যাত্রী। বেঙ্গালুরুর আকাশে কোনওমতে সংঘর্ষ এড়িয়েছে ইন্ডিগো বিমান সংস্থার দুটি বিমান। মঙ্গলবারের এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একটি বিমান কোয়েম্বাটুর থেকে যাচ্ছিল হায়দরাবাদে, অন্যটি বেঙ্গালুরু থেকে কোচিন। হায়দারাবাদমুখী বিমানটিতে ১৬২ জন যাত্রী ছিলেন, অন্যটির যাত্রী সংখ্যা ১৬৬। জানা গিয়েছে, একটা সময় আকাশে দুটি বিমানের ওপর নীচ দূরত্ব হয়ে যায় মাত্র ২০০ ফুটের মত। ট্রাফিক কলিশন অ্যাক্সিডেন্ট অ্যাভয়ডেন্স সিস্টেম বা টিসিএএস দ্রুত জরুরি সংকেত পাঠানোয় এড়ানো যায় মাঝ আকাশে সংঘর্ষ। এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড বা এএআইবি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।