নয়ডা ও লখনউ: সন্ত্রাস দমন অভিযানে বড়সড় সাফল্য পেল উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে গ্রেটার নয়ডা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ(জেএমবি)-এর দুই সদস্যকে গ্রেফতার করেছে তারা।


উত্তরপ্রদেশ পুলিশের ডিজি ও পি সিংহ জানান, ধৃত ২ জঙ্গিরা হল মুশারফ ওরফে মুশা এবং রুবেল আহমেদ। দুজনই বাংলাদেশি নাগরিক। পুলিশ জানিয়েছে, দুজনকে গ্রেটার নয়ডার সুরজপুর থানার অন্তর্গত একটি জায়গা থেকে গ্রেফতার করা হয়। পরে, তাদের লখনউ নিয়ে এসে জেরা করে এটিএস ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।


https://twitter.com/ANINewsUP/status/1021666432751259648

পুলিশ সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, রাজধানী অঞ্চলে বড়সড় নাশকতা হামলার ছক কষেছিল ধৃতেরা। দুজনকে জেরা করে আরও তথ্য আদায় করার চেষ্টা করছেন গোয়েন্দারা। পুলিশ জানিয়েছে, ধৃত ২ জঙ্গিই জেএমবি-র সক্রিয় সদস্য। ডিজি জানান, ট্রানজিট রিমান্ডে দুজনকে নিজেদের রাজ্যে নিয়ে গিয়ে জেরা করবে পশ্চিমবঙ্গ পুলিশ।


সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গোপন সূত্রে খবর ছিল, কয়েকজন জেএমবি সদস্য চুপিসারে রাজধানী অঞ্চলে টাকা জোগাড় করার চেষ্টা চালাচ্ছে। সেই খবরের সূত্র ধরেই অভিযান চালিয়ে গ্রেটার নয়ডা থেকে এই জুদনকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, ১৯৯৮ সালে শেখ আব্দুর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয় জেএমবি। বাংলাদেশ জুড়ে প্রায় ৫০০ বিস্ফোরণ ঘটানোয় অভিযুক্ত জেএমবি-কে শেষমেশ ২০০৫ সালে তাকে নিষিদ্ধ ঘোষণা করে সেদেশের প্রশাসন।


https://twitter.com/ANINewsUP/status/1021724045409234944

এর আগে, গত বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের আরেকটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম(এবিটি)-র তিন সন্দেহভাজন সদস্যকে লখনউ থেকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের এটিএস। তিনজনই বাংলাদেশের নাগরিক ছিল। হাওড়া-অমৃতসর ট্রেন ধরার সময় মহম্মদ ইমরান, রাজিউদ্দিন ও মহম্মদ ফিরদৌসকে গ্রেফতার করা হয়।