কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, হত ২ জওয়ান, জখম ৪
Web Desk, ABP Ananda | 03 Jun 2017 04:33 PM (IST)
শ্রীনগর: সেনার কনভয়ে জঙ্গি হামলায় নিহত দুই জওয়ান, জখম চার। দক্ষিণ কাশ্মীরের কুলগামে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের ওপর জেলার কাজিগুন্দ এলাকায় লোয়ার মুন্ডা টোল পোস্টের কাছে সেনার কনভয় জঙ্গিরা অতর্কিতে আক্রমণ করে বলে জানান জনৈক সেনাকর্তা। জখম ৬ জওয়ানকে সেনার ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় দুজনের। সেনা ও পুলিশ সূত্রের খবর, উধমপুর থেকে শ্রীনগর যাচ্ছিল কনভয়টি। আচমকা শুরু হয় জঙ্গিদের গুলিবৃষ্টি। পাল্টা গুলি চালান এলাকায় থাকা রোড ওপেনিং পার্টির লোকজন। গুলির লড়াই চলতে থাকে। এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে পাঠানো হয় সেনা, সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশের বাড়তি বাহিনীকে। ঘটনা হল, মোদী সরকারের তৃতীয় বর্ষপূর্তিতে কেন্দ্রীয় রাজনাথ সিংহ আজই দাবি করেছেন, কাশ্মীর পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সরকার দ্রুত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আর সেদিনই তাঁর প্রত্যাশাকে প্রশ্নের সামনে ফেলে দিল সেনা কনভয়ে সন্ত্রাসবাদী হানার এই ঘটনা।