শ্রীনগর: বারামুলা থেকে গ্রেফতার দুই জয়েশ-ই-মহম্মদ জঙ্গি। এরা হল আহমেদ ভাট ও ফারহান ভাট, জানিয়েছেন জনৈক পুলিশকর্তা। তিনি বলেন, খালিদ নামে এক পাকিস্তানি সন্ত্রাসবাদীর নেতৃত্বে বারামুলা ও তার আশপাশের এলাকায় সক্রিয় জয়েশের একটি মডিউল। এই দুজন তার সদস্য। বারামুলার খাজাবাগে গত ১৬ আগস্ট নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় প্রাণ হারিয়েছিলেন দুজন সেনা জওয়ান ও এক পুলিশকর্মী। সেই ঘটনায় জড়িত ছিল ওরা।
ধৃত জঙ্গিদের কাছ থেকে একটি একে রাইফেল, একটি পিস্তল ও কিছু অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছে বলে জানান তিনি।
এদিকে শনিবার কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের ডাকে পালিত হরতালের ১০৬-তম দিনে শ্রীনগরের ৬টি থানা এলাকা থেকে কার্ফু তুলে নেওয়া হয়। গতকালই জারি হয়েছিল কার্ফু। গতকাল বদগামে বিক্ষুব্ধ জনতা ও নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে এক যুবক প্রাণ হারায়। তবে পরিস্থিতি মোটের ওপর নিয়ন্ত্রণেই রয়েছে বলে জানান এক পুলিশকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় চার বা তার বেশি লোকের একত্রে সমাবেশের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। হরতালের জেরে স্বাভাবিক জীবনযাত্রা মার খেয়েছে এদিনও। দোকানপাট, বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধই রয়েছে। তবে বিকাল পাঁচটা থেকে ১৪ ঘণ্টা বিচ্ছিন্নতাবাদীরা ছাড় দেওয়ায় সন্ধ্যার সময় বাজার, দোকান খুলতে পারে।
বারামুলা থেকে গ্রেফতার ২ জয়েশ জঙ্গি
web desk, ABP Ananda
Updated at:
22 Oct 2016 05:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -