সিওয়ান (বিহার)/ ছাত্রা (ঝাড়খণ্ড): বিহার ও ঝাড়খণ্ডে শুক্রবার অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে দুই সাংবাদিকের মৃত্যু হল। এই খুনের পর দুজায়গাতেই বিক্ষোভ দেখান সাংবাদিকরা। সাংবাদিক খুনের প্রতিবাদে কার্যত বনধ পালিত হচ্ছে।

 

বুধবার সন্ধ্যা ৭.৪৫ মিনিট নাগাদ বিহারের সিয়ানে একটি হিন্দি সংবাদপত্রের সিয়ান জেলা সংস্করণের প্রধান রাজদেও রঞ্জনকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। স্টেশন রোডে ফল বাজারের কাছে মোটরবাইকে চড়ে যাচ্ছিলেন রঞ্জন। সেই সময়ই তাঁকে গুলি করে আততায়ী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই সাংবাদিকের। ঘটনার প্রতিবাদে বিহারে জুড়ে বিক্ষোভে সামিল হন সাংবাদিকরা।

 

সিয়ানের পুলিশ সুপার সৌরভ কুমার শাহ বলেছেন, কী কারণে রঞ্জনকে খুন করা হল তা এখনও বোঝা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অপরাধীদের বিরুদ্ধে কলম ধরার জন্যই তাঁকে খুন হতে হল।

 

অন্যদিকে, এদিনই ঝাড়খণ্ডের ছাত্রা জেলায় দেয়ারিয়া এলাকায় অখিলেশ প্রতাপ সিং নামে সাংবাদিককে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনার প্রতিবাদে ছাত্রা জেলাতে বনধ পালিত হয়। ঘটনার নিন্দা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তিনি দ্রুত অখিলেশের খুনিকে চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশকে।