বেঙ্গালুরু: কন্নড় ভাষায় কথা না বলায় বেঙ্গালুরুতে দুই কাশ্মীরী তরুণের ওপর হামলা। এক সপ্তাহে আগে ঘটনাটি ঘটলে তা প্রকাশ্যে এসেছে গতকাল।
বেঙ্গালুরু উত্তরের পুলিশ চেতন সিংহ রাঠোর জানিয়েছেন, ওই ঘটনায় মহেশ ও হরিশ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দুজনেই অবশ্য জামিনে ছাড়া পেয়েছে।
পুলিশ জানিয়েছে, মহেশ একজন ফ্যাশন ডিজাইনার এবং হরিশ গাড়ি চালক।
আক্রান্ত কাশ্মীরী যুবকের নামপ্রকাশে অনিচ্ছুক এক বন্ধু ঘটনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আক্রান্ত কলেজ পড়ুয়া।গত ১১ ডিসেম্বর ভোরে ভাইয়ের সঙ্গে বাড়িতে ফিরছিলেন তিনি। সেই সময় একটা ফোন আসে। গাড়ি থেকে নেমে ফোনে কথা বলতে শুরু করেন ওই কাশ্মীরী তরুণ। ওই সময় বাইকে চড়ে দুই যুবক পৌঁছে কন্নড ভাষায় তাঁকে কিছু জিজ্ঞাসা করে।
তখন ওই কাশ্মীরী তরুণ বলেন, তিনি কন্নড় জানেন না। সে কথা শুনেই রেগে যান ওই দুই যুবক। কন্নড় ভাষায় কথা বলার জন্য জোর করতে থাকে। এতে ওই তরুণ ও তাঁর ভাই আপত্তি করলে ওই দুই যুবক আরও কয়েকজনকে ডেকে পাথর দিয়ে দুই কাশ্মীরী তরুণকে মারধর শুরু করে। গাড়িতেও ভাঙচুর চালানো হয়।
আহত দুই কাশ্মীরী তরুণের হাসপাতালে চিকিত্সা করা হয়।