শ্রীনগর: ৩২-ঘণ্টা ধরে সেনা-জঙ্গি গুলির লড়াই চলার পর শেষ হল শ্রীনগরের এনকাউন্টার। নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম ২ লস্কর জঙ্গি।
সুঞ্জওয়ান এনকাউন্টার শেষ হওয়ার পর দিন, অর্থাৎ রবিবার জঙ্গিরা কর্ণ নগরে সিআরপির ২৩ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতরে হামলার চেষ্টা করে। সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ ব্যাটেলিয়নের গেটের কাছে প্রহরী ২ জঙ্গিকে দেখতে পান। লুকনোর চেষ্টায় তারা ঢুকে পড়ে পাশের এক নির্মীয়মান বাড়িতে। তার ঠিক পাশেই এসএমএইচএস হাসপাতাল, এখানেই দিনকয়েক আগে জঙ্গিরা হামলা চালিয়ে ছাড়িয়ে নিয়ে গিয়েছে তাদের এক সঙ্গীকে।
সিআরপির তল্লাশির সময় সকাল সাড়ে নটা নাগাদ গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাতে শহিদ হন কনস্টেবল মোজাহিদ খান। জবাব দিতে থাকে নিরাপত্তা বাহিনীও। অবশেষে মঙ্গলবার বিকেলে লুকিয়ে থাকা ২ জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়। সিআরপিএফ-এর আইজি রবিদীপ সাহি জানান, ২টি একে-৪৭ রাইফেল এবং আটটি ম্যাগাজিন বাজেয়াপ্ত করে বাহিনী। তিনি জানান, এই অভিযানে সেনা অংশগ্রহণ করেনি। অভিযান চালিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) এবং সিআরপি-র যৌথ বাহিনী। কাশ্মীর পুলিশের আইজি এস পি পানি জানান, প্রাথমিক অনুমান, নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবা গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তাদের পরিচয় যাচাই করার প্রক্রিয়া চলছে।
এদিকে, সুঞ্জওয়ান হামলায় আরও ১ সেনার মৃতদেহ উদ্ধার হওয়ার শহিদ সেনাকর্মীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন সিআরপি কনস্টেবল মোজাহিদ খান। তিনি বিহারের আরার বাসিন্দা।


[embed]https://twitter.com/ANI/status/963092137104551936?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fjammu-and-kashmir-encounter-continue-with-terrorists-at-crpf-camp-in-srinagars-karan-nagar-790969http://[/embed]