মুম্বই: গত শুক্রবার মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর ঘটনায় ওই রেস্তোরাঁর দুই ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। এন এম জোশী মার্গ থানার পুলিশকর্মীরা গিবসন লোপেজ (৩৪) ও কেভিন বাওয়া (৩৫) নামে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছেন বলে জানিয়েছেন এক আধিকারিক।
সিনিয়র পুলিশ ইন্সপেক্টর আহমেদ পঠান বলেছেন, ‘গ্রেফতার হওয়া দুই ম্যানেজারই ২৯ ডিসেম্বর গভীর রাতে লোয়ার প্যারেল অঞ্চলের কমলা মিলসের ওই রেস্তোরাঁয় আগুন লাগার সময় ছিলেন। কিন্তু অতিথিদের সাহায্য করার বদলে তাঁরা পালিয়ে যান।’
গিবসন ও কেভিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ৩৩৭ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজই তাঁদের আদালতে পেশ করা হবে।
মুম্বই অগ্নিকাণ্ড: রেস্তোরাঁর দুই ম্যানেজার গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jan 2018 01:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -