দিফু: ছেলেধরা সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হল। নিহতদের মধ্যে একজন মুম্বইয়ের সাউন্ড ইঞ্জিনিয়ার এবং অপর ব্যক্তি তাঁরই ব্যবসায়ী বন্ধু। চাঞ্চল্যকর এই ঘটনা অসমের কার্বি আংলং জেলার। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, ‘আমি ডিজিপি-কে এই ঘটনার তদন্ত করা এবং যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছি।’



পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে কাংঠিলাংসো পিকনিক স্পটে প্রকৃতির শব্দ রেকর্ড করতে গিয়েছিলেন সাউন্ড ইঞ্জিনিয়ার নীলোৎপল দাস (২৯) ও তাঁর বন্ধু অভিজিৎ নাথ (৩০)। তাঁরা যখন সেখান থেকে ফিরছিলেন, তখন পাঞ্জুরি অঞ্চলে গাড়ি আটকান গ্রামবাসীরা। ছেলেধরা সন্দেহে নীলোৎপল ও অভিজিৎকে ব্যাপক মারধর করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, বাঁচার জন্য কাতর আর্জি জানাচ্ছেন এই দুই যুবক। তাঁরা উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করছেন, তাঁরাও অসমের বাসিন্দা। তাঁদের যেন মারা না হয়। কিন্তু জনতা সে কথা কানে তোলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নীলোৎপল ও অভিজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে পথেই তাঁদের মৃত্যু হয়।

এই ঘটনার পর জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে শিবির করে আছেন। তাঁরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। মৃত দুই যুবকের বাবা-মা সেখানে গিয়েছেন। ময়নাতদন্তের পর তাঁদের হাতে দেহ তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিধানসভায় এই ঘটনার নিন্দা করেছেন বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়া। তিনি দাবি করেছেন, এই ঘটনা ফের আইন-শৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরল। এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।