কাশ্মীরের বদগামে এনকাউন্টারে হত ২ জঙ্গি
Web Desk, ABP Ananda | 22 Apr 2017 08:53 PM (IST)
শ্রীনগর: মধ্য কাশ্মীরের বদগামে শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর টহলদার দলের ওপর হামলা করা দুই জঙ্গি নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে খতম হয়েছে। জনৈক পুলিশ অফিসার জানান, এদিন সন্ধ্যা ৬টা নাগাদ শ্রীনগর থেকে ১৮কিমি দূরে হায়াতপোরা গ্রামে ৫৩ রাষ্ট্রীয় রাইফেলসের এক টহলদার দলকে টার্গেট করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। নিরাপত্তাবাহিনীও জবাব দেয়। দ্রুত ঘটনাস্থলে বাহিনী পাঠানো হয়। গুলির লড়াইয়ে নিহত হয় দুই জঙ্গি। একজনকে শনাক্ত করা হয়েছে। ইউনিস মকবুল গনাই নামে ওই জঙ্গি চাদুরার পাটরিগামের বাসিন্দা। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। সংঘর্ষস্থল থেকে দুটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ও কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। আরও জঙ্গি গা ঢাকা দিয়ে থাকতে পারে, আশঙ্কায় এলাকায় অভিযান চলছে।