হান্ডওয়ারা (জম্মু ও কাশ্মীর): চলতি অশান্তির মধ্যেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে সোমবার জম্মু ও কাশ্মীরের হান্ডওয়ারার নওগামে খতম হল অন্তত ২ জঙ্গি।
গতমাসে, রাষ্ট্রীয় রাইফেলস ও হান্ডওয়ারা পুলিশের যৌথ বাহিনী এক জঙ্গিকে খতম করে। তার আগে এপ্রিল মাসে এক সেনা জওয়ানের বিরুদ্ধে এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় পুলিশ ও স্থানীয়দের মধ্যে বিস্তর সংঘর্ষ বাঁধে। সেই সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছিল।
যদিও, পরবর্তীকালে, পুলিশ স্টেশনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে ওই জওয়ানের বিরুদ্ধে সব অভিযোগ নিজেই খারিজ করেছিল ওই কিশোরী। সে বলেছিল, চাপের মুখেই সে ওই অভিযোগ এনেছিল।
জম্মু ও কাশ্মীর: নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ২ জঙ্গি
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jul 2016 01:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -