নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু দুই হিজবুল জঙ্গির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jul 2017 10:46 AM (IST)
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি দমন অভিযানে সাফল্য নিরাপত্তা বাহিনীর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই দুই জঙ্গির মৃত্যু। জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,গতকাল রাতে পুলওয়ামার তাহাব এলাকায় ওই জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। ওই সময় জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করলে পাল্টা গুলি চালান জওয়ানরা। কয়েকঘণ্টা গুলির লড়াইতে মৃত্যু হয় ওই দুই জঙ্গির। এলাকায় তল্লাশি অভিযান চলছে। মৃত দুই জঙ্গির নাম আব্দুল মনজুর এবং ইরফান শেখ। তারা জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য।