ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Updated at:
24 May 2016 04:35 AM (IST)
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে গতকাল জঙ্গি হামলায় তিন পুলিশ কর্মীর মৃত্যুর পর রাতে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। রাজ্য পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, শ্রীনগরের মহারাজা বাজার এলাকায় দুই জঙ্গির থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই ঘণ বসতি এলাকার দুটি বাড়িতে তল্লাশি চালানোর সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। শুরু হয় গুলির লড়াই।
স্বল্প সময়ের মধ্যেই দুই জঙ্গি খতম হয়। এদের মধ্যে একজনকে শনাক্ত করা গেছে। তার নাম সৈফুল্লাহ। সে পাকিস্তানের নাগরিক এবং জঙ্গি সংগঠন জমিয়ত-উল-মুজাহিদিনের কমান্ডার।