সোপিয়ান: জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল ২ হিজবুল মুজাহিদিন জঙ্গি। আত্মসমর্পণ করল এক জঙ্গি।
শনিবার সন্ধে থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার বারবাগ অঞ্চলে বাহিনী ও জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। রাতভর এই লড়াইয়ে অন্য দুই জঙ্গি খতম হয়েছে।
নিরাপত্তাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর পৌঁছয় যে, ওই এলাকায় বেশ কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে জওয়ানরা। বাহিনীকে দেখেই প্রথমে এলোপাথারি গুলি চালাতে শুরু করে দেয় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও।
রবিবার ভোরবেলা পর্যন্ত দফায় দফায় দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয় ২ জঙ্গি। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম হল আলতাফ আহমেদ রাদের এবং তারিক আহমেদ ভাট। তৃতীয় জঙ্গি আদিল হুসেন দার আত্মসমর্পণ করে।
বিগত কয়েক বছরের মধ্যে গুলির লড়াই চলাকালে এই প্রথম কোনও জঙ্গি আত্মসমর্পণ করল।পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী চতুর্দিক থেকে ঘিরে ফেলায় সে আত্মসমর্পণ করেছে।
জানা গিয়েছে, আদিল সম্প্রতি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছিল। তাকে মেরে ফেলা হবে না বলে পুলিশ আশ্বাস দিলে আদিল একটি বাড়ির ধ্বংসস্তুপ থেকে বেরিয়ে আসে।
পুলিশ আধিকারিকদের কাছে সে তার একে -৪৭ রাইফেল জমা দিয়ে আত্মসমর্পণ করে। সোপিয়ানের চিটিপোরার বাসিন্দা আদিলকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।