হায়দরাবাদ: গ্রেফতার আই এস-এর হায়দরাবাদ মডিউলের দুই চাঁই। আজ এই জঙ্গি মডিউলের প্রধান ইয়াসির নিয়ামাতুল্লা এবং টাকা তোলার দায়িত্বে থাকা আতাউল্লা রহমানকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এর আগে গত ২৯ জুন হায়দরবাদ থেকেই জঙ্গি যোগের সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা এখন পুলিসি হেফাজতে। নিজামের শহরে আই এসের ছায়া যে দীর্ঘতর হচ্ছে তা বেশ কিছুদিন ধরেই থেকেই টের পাচ্ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। শহরজুড়ে বাড়ানো হয় তল্লাশি। তাতেই ধরা পড়ে দুই জঙ্গি।
ধৃত দুই জঙ্গির পরিচয় জানা গিয়েছে। তাদের নাম মহম্মদ আতাউল্লাহ রহমান (৩০) এবং নৈমথ উল্লাহ হুসেইনি (৪২)।এনআইএ-র এক আধিকারিক জানিয়েছেন, সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার কথা জানতে পেরেই ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে।
হায়দরাবাদে গ্রেফতার আরও দুই আইএস জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jul 2016 11:50 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -