'মাওবাদীদের' দেওয়া বাতিল ৫০০ নোটের ৭০ হাজার টাকা সমেত গ্রেফতার ২
Web Desk, ABP Ananda
Updated at:
22 Nov 2016 08:13 PM (IST)
হায়দরাবাদ: তেলঙ্গানার খাম্মাম জেলা থেকে ৭০ হাজার টাকা অর্থমূল্যের বাতিল একগুচ্ছ ৫০০ নোট সহ গ্রেফতার দুজন। জি গনেশ, অজিত এম নামে দুজনেই ছোটখাট ব্যবসায়ী। তারা মাওবাদীদের ঘনিষ্ঠ বলে সন্দেহ পুলিশের। ছত্তিশগড় সীমান্ত সংলগ্ন তালিপেরুর কাছে তাদের গ্রেফতার করা হয়েছে। চেরালা থানার এস আই রবিন্দরের দাবি, ওদের মাওবাদীরাই ওই টাকা দিয়েছিল। সেই টাকায় হায়দরাবাদ থেকে মাওবাদীদের জন্য জঙ্গলে ব্যবহারের জুতো ও আরও জিনিসপত্র কেনে। কিন্তু ওই ৭০ হাজার টাকা বদলে নতুন নোট জোগাড় করতে পারেনি তারা। টাকা সমেতই গতকাল সন্ধ্যায় বাইকে ছত্তিশগড় যাওয়ার সময় ধরা পড়ে যায় তারা। তাদের তেলঙ্গানা রাজ্য নিরাপত্তা আইনে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -