রায়পুর: নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ছত্তিসগড়ের সুকমায় খতম হল ২ মাওবাদী।


সুকমার পুলিশ সুপার ইন্দিরাকল্যাণ এলিসেলাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে যৌথ অভিযান চালায় যৌথবাহিনী।

অভিযানে অংশ নিয়েছিল ছত্তিশগড়ের সশস্ত্র ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপ, ছত্তিশগড় সশস্ত্র বাহিনী এবং স্থানীয় পুলিশ। অভিযান চলে রায়পুর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ফুলবাগড়ি থানা এলাকার অন্তর্গত জঙ্গলে।

জানা গিয়েছে, থানা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। পুলিশ জানিয়েছে, টহলরত বাহিনী দেখতে পেয়েই জঙ্গলের ভেতর থেকে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা।

পাল্টা জবাব দেয় বাহিনীও। কিছুক্ষণ ধরে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হওয়ার পর মাওবাদীরা পালিয়ে যায়। এরপর জঙ্গলের মধ্যে থেকে ২ মাওবাদীর দেহ উদ্ধার করে নিরাপত্তাবাহিনী। দেহগুলির পাশ থেকে দুটি বন্দুক উদ্ধার হয়েছে।

গতকালই বস্তারে দুই কট্টর কমান্ডার সহ তিন মাওবাদীকে খতম করেছিল বাহিনী। এদিনের অভিযান ধরে চলতি বছরে বস্তারে মোট ৯৯ মাওবাদী খতম করেছে বাহিনী।