শ্রীনগর: কাশ্মীরে প্রথম দফার স্থানীয় পুরসভা ভোটের তিনদিন আগে সন্ত্রাসবাদীদের বুলেট কেড়ে দিল দুই ন্যাশনাল কনফারেন্স (এনসি) কর্মীর প্রাণ। পুলিশ জানিয়েছে, শহরের কারফালি মহল্লায় শুক্রবার সকালে খুব কাছ থেকে তিন এনসি কর্মীকে গুলি করে সন্ত্রাসবাদীরা। তিনজনকে জখম অবস্থায় নিকটবর্তী এসএমএইচএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনের মৃত্যু হয়। তাঁদের নাম মুস্তাক আহমেদ ওয়ানি ও নাজির আহমেদ ভাট। শেষের জন হাব্বাকাদালের বিধায়কের জনসংযোগ অফিসার ছিলেন। শাকিল আহমেদ গনাই নামে জখম ব্যক্তি এনসি-র স্থানীয় ইউনিটের সভাপতি।
ঘাতক সন্ত্রাসবাদীদের সন্ধানে তল্লাসি শুরু করেছে নিরাপত্তাবাহিনী।
এনসি ও রাজ্যের প্রাক্তন জোট সরকারের শরিক পিডিপি-দুই দলই সুপ্রিম কোর্টে সংবিধানের ৩৫ এ ধারাকে চ্যালেঞ্জ করে পিটিশন পেশ হওয়ার প্রতিবাদে পুর নির্বাচন বয়কট করছে। ৩৫ এ ধারায় বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরকে।
আজকের সন্ত্রাসে রাজনৈতিক কর্মী হত্যার নিন্দা করেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ও এনসি নেতা ওমর আবদুল্লা, দুজনেই। মেহবুবা ট্যুইট করেছেন, ২ এনসি কর্মী খুনের খবরে গভীর আঘাত পেয়েছি। ওদের পরিবার, সন্তানদের সমবেদনা জানাই। ওরা যে কী কঠিন অবস্থায় রয়েছেন, তা হয়তো কল্পনা করতে সম্ভব নয়।
ওমর লিখেছেন, আমার তিন দলীয় কর্মীর ওপর প্রাণঘাতী সন্ত্রাসবাদী হামলার নিন্দার ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লা ওদের আত্মার শান্তি দিন।
কাশ্মীরে প্রথম দফার পুরভোটের তিনদিন আগে সন্ত্রাসবাদীদের গুলিতে হত ২ ন্যাশনাল কনফারেন্স কর্মী, জখম এক
Web Desk, ABP Ananda
Updated at:
05 Oct 2018 01:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -