ভুজ: গুজরাতের কচ্ছ জেলার হারামিনালার কাছে ভারত-পাক সীমান্তে একটি খাঁড়ি থেকে দুটি পাকিস্তানি মাছ ধরার নৌকা বাজেয়াপ্ত করেছে সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।
বিএসএফ সূত্রে খবর, রাতে টহল দেওয়ার সময় তাদের চোখে পড়ে নৌকা দুটি। ভারত-পাক সামুদ্রিক সীমান্ত পেরিয়ে ভারতের ৪০০ মিটারের মধ্যে ঢুকে পড়ে নৌকাদুটি। নৌকোটি যেখান থেকে উদ্ধার হয়েছে, সেখান থেকে বর্ডার আউট পোস্টের দূরত্ব ১৩ কিলোমিটার।
বিএসএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, কাঠের নৌকাদুটিতে মিলেছে মাছধরার জাল, আইস বক্স এবং তক্ষুনি ধরা কিছু মাছ। মৎস্যজীবীরাও ছিলেন বোটটিতে। বিএসএফ পৌঁছনোর আগেই পালিয়ে যায় তারা।
গত মার্চ মাসেও কচ্ছের কাছেই কোটেশ্বরে ভারতের জলসীমায় মাছ ধরার অভিযোগে বিএসএফ-এর হাতে ধরা পড়ে ১৮ পাকিস্তানি মৎস্যজীবী। বাজেয়াপ্ত করা হয় দুটি নৌকা।
গুজরাতের কচ্ছে দুটি পাকিস্তানি নৌকা বাজেয়াপ্ত করল বিএসএফ
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jul 2016 11:36 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -