শ্রীনগর: অমরনাথে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সুদর্শন বিশ্বাস (৬২) নামে পশ্চিমবঙ্গের এক তীর্থযাত্রী সহ তিন জনের। এই নিয়ে এবার এখনও পর্যন্ত অমরনাথের পথে পাঁচ জনের মৃত্যু হল।


 

২ জুলাই থেকে এবারের অমরনাথ যাত্রা শুরু হয়েছে। প্রথমদিনই দিল্লির এক তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল। ৫ জুলাই মধ্যপ্রদেশের এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর বুধবার বালতালের বেসক্যাম্পে দিল্লির বাসিন্দা কবিতা মালহোত্রার (৫০) মৃত্যু হয়। তিনি এবার অমরনাথে যাওয়ার পরিকল্পনা করেননি। সোনমার্গে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে অমরনাথ যাত্রার বিষয়ে বিস্তারিত জানতে বালতালে আসেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বিপিন পালিকর (৫৭) নামে মুম্বই থেকে আসা এক তীর্থযাত্রীও বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সুদর্শনেরও একইভাবে মৃত্যু হয়েছে।

 

এই পাঁচ জনের মৃত্যু ছাড়া অমরনাথ যাত্রায় আর কোনও সমস্যা হয়নি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রায় ৮ হাজার তীর্থযাত্রী অমরনাথ গুহা দর্শন করেছেন। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড ভুয়ো রেজিস্ট্রেশন পারমিট নিয়ে তীর্থযাত্রীদের সতর্ক করে দিয়েছে। কয়েকজন ভুয়ো রেজিস্ট্রেশন পারমিট দিচ্ছে বলে অভিযোগ পাওয়ার পরেই সতর্ক হয়েছে শ্রাইন বোর্ড।