রায়পুর: ছত্তিসগঢ়ের বস্তার অঞ্চলের সুকমা জেলায় ফের মাওবাদী হামলা। চিন্তাগুফার কাছে ভিজি অঞ্চলে রাস্তার তৈরির কাজ চলার সময় মাওবাদীরা প্রথমে বিস্ফোরণ ঘটায়, তারপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এই হামলায় দুই নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে এবং ৬ জন জখম হয়েছেন। তিনজন গ্রামবাসী এবং রাস্তা নির্মাণকারী সংস্থার ম্যানেজারেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম ব্যক্তিদের হেলিকপ্টারে করে রায়পুরে উড়িয়ে এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলির লড়াই শেষ হওয়ার পর একজন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে।


ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (বস্তার রেঞ্জ) পি সৌন্দররাজ জানিয়েছেন, নিহত দুই নিরাপত্তারক্ষী অ্যাসিস্ট্যান্ট কনেস্টেবল মদকম হান্দা ও মুকেশ কাদথি। জখম ব্যক্তিদের মধ্যে দু’জন স্পেশাল টাস্কফোর্সের কনস্টেবল এবং চারজন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সদস্য। মাওবাদীরা কোনও অস্ত্র লুঠ করতে পারেনি। তবে তারা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।