বুলন্দশহর: উত্তর প্রদেশে ফের নৃশংস খুন। ভাইয়ের বিয়ের অল্প দিন আগে দুই বোনকে ফাঁকা বাড়িতে পুড়িয়ে মারল দুষ্কৃতীরা। পুলিশ দেহদুটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

বুলন্দশহরের বিবিনগর খানার বাহ্নপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ১৮ তারিখ এই গ্রামের যুবক রাহুলের বিয়ে ছিল। বিয়েতে যোগ দিতে রাহুলের মামাতো বোন শিবানী দরিয়াপুর গ্রাম থেকে বাহ্নপুরে আসেন।

গতকাল রাহুলের বিয়ের কেনাকাটা করতে গোটা পরিবার দিল্লি চলে যায়। বাড়িতে ছিলেন শিবানী ও তাঁর মামাতো বোন শীলু। গভীর রাতে সকলে ফিরে এসে দেখেন, ঘরের মধ্যে পড়ে রয়েছে ২ বোনের আধপোড়া দেহ। ঘরেও জ্বলছে আগুন।

শীলুর গলায় তার বাঁধা ছিল। পুলিশ মনে করছে, তাঁদের গলা টিপে খুন করে দেহ জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনার তদন্ত করছে তারা।