বান্দিপোরায় জঙ্গি হামলায় জখম ২ সেনা জওয়ান
ABP Ananda, web desk | 29 Dec 2016 02:04 PM (IST)
শ্রীনগর: জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি দলের ওপর জঙ্গি হামলায় আহত দুই জওয়ান। হাজিন এলাকার শাহগুন্দ গ্রামের একটি বাড়িতে জঙ্গিরা আশ্রয় নিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়। ওই গ্রামে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। গ্রাম ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয় বলে পুলিশ জানিয়েছে। এরপরই গ্রামে লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। আহত হন নায়েক মদন সিংহ ও সিপাই এইচ কৃষ্ণ। সেই সুযোগে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় জঙ্গিরা। তাদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। আহত দুই জওয়ানকে সেনা ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।