নয়াদিল্লি:  আজ দুই রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই পর্যায়ে ভোট হচ্ছে ১১টি জেলার ৬৭টি আসনে। প্রার্থীর সংখ্যা ৭২০। ভোটদাতা প্রায় ২ কোটি ২৮ লক্ষ। এর মধ্যে ১ কোটি ৪ লক্ষ মহিলা ভোটার।

গতবারের বিধানসভা নির্বাচনে এই ১১টি জেলার ৩৪টি আসনে জয়ী হয়েছিল শাসকদল সমাজবাদী পার্টি। বসপা ১৮টি, বিজেপি ১০টি, কংগ্রেস ৩টি আসনে জয়ী হয়েছিল।

অন্যদিকে, উত্তরাখণ্ডে মোট ১৩টি জেলায় ভোটগ্রহণ। ৭০টি আসনের মধ্যে ভোট হচ্ছে ৬৯টি আসনে। প্রার্থীর সংখ্যা ৬২৮। ভোটদাতার সংখ্যা প্রায় ৭৪ লক্ষ ২০ হাজার। কর্ণপ্রয়াগে বিএসপি প্রার্থীর মৃত্যু হওয়ায় এই আসনে ভোট হবে ৯ মার্চ। ফল ঘোষণা ১১ মার্চ।