বারামুলা: কাশ্মীরের বারামুলার বোমাই এলাকায় সেনা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হল ৩ জঙ্গি। এরা ৩ জনেই পাকিস্তানের নাগরিক।

রবিবার গভীর রাত থেকে শুরু হয় ওই সংঘর্ষ। আপাতত গুলিবর্ষণ বন্ধ তবে সিআরপিএফের ৯২ ব্যাটেলিয়ন, সেনার ২২ রাষ্ট্রীয় রাইফেলস ও রাজ্য পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।

মৃত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। ৯ তারিখ এই বারামুলাতেই জঙ্গিদের সঙ্গে বাহিনীর আরও একটি সংঘর্ষ হয়।