কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম ২ হিজবুল জঙ্গি, জখম ২ পুলিশকর্মী
web desk, ABP Ananda | 04 Feb 2017 05:17 PM (IST)
শ্রীনগর: গুলির লড়াইয়ে কাশ্মীরের বারামুল্লায় খতম ২ হিজবুল মুজাহিদিন জঙ্গি। শ্রীনগর থেকে প্রায় ৫০ কিমি দূরে সোপোরের অমরগড় গ্রামের কাছে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলিযুদ্ধে পুলিশ সুপার (অপারেশনস) শাফাকত হুসেন ও মহম্মদ মুরতাজা নামে এক এসআই-ও জখম হয়েছেন। গাড়ির ভিতরে থাকা জঙ্গিদের ধরতে অভিযান চালানো পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় জঙ্গিদের। পুলিশ বাহিনীর জনৈক মুখপাত্র বলেছেন, জঙ্গিরা একটি গাড়িতে চেপে যাচ্ছে, ওদের সোপোরে হামলা চালানোর প্ল্যান রয়েছে বলে খবর আসে। পুলিশ, নিরাপত্তা জওয়ানরা সঙ্গে সঙ্গে ছুটে যান। তাড়া করে জঙ্গিদের গাড়িটিকে সোপোরের অমরগড়ে ধরে ফেলেন তাঁরা। চ্যালেঞ্জ করা মাত্র জঙ্গিরা পুলিশ, জওয়ানদের ওপর গুলি চালায়, গ্রেনেড ছোঁড়ে। আঘাত পান বারামুল্লার এসপি ও এক এসআই। তবে পাল্টা গুলিতে নিহত হয় ২ জঙ্গি। সংঘর্ষস্থল থেকে দুটি একে অ্যাসল্ট রাইফেল, একটি পিস্তল, চারটি হাত গ্রেনেড ও আরও কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। জঙ্গি নিধনের ফলে বড় ধরনের সন্ত্রাসবাদী হামলা রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেন পুলিশ মুখপাত্রটি। এদিকে নিহত জঙ্গিদের আজহারউদ্দিন ওরফে গাজি ওমর এবং সাজাদ আহমেদ ওরফে বাবর বলে শনাক্ত করেছে হিজবুল। তারা জানিয়েছে, দুজনেই স্থানীয় জঙ্গি, বেশ কিছুদিন ধরে সক্রিয় ছিল। দুজনের মৃত্যু তাদের কাছে বড় ধাক্কা বলে মন্তব্য করেছে জঙ্গি সংগঠনটি, এমনকী তাদের দাবি, নিহত আজহারউদ্দিন পেশায় ছিল লেকচারার, সরকারি চাকরি ছেড়ে তাদের সংগঠনে যোগ দিয়েছিল সে।