লখনউ: অবৈধ কসাইখানা বন্ধ নিয়ে উত্তরপ্রেদেশ সরকারের সঙ্গে আলোচনায় মার্কিন আধিকারিকরা।
খবরে প্রকাশ, এদিন মার্কিন দূতাবাসের দুই আধিকারিক উত্তরপ্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিজয় বাহাদুর পাঠকের সঙ্গে দেখা করেন। জানা গিয়েছে এদিন যে দুই মার্কিন আধিকারিক এসেছিলেন তাঁদের মধ্যে একজন হলেন ব্র্যান্ডেন ইয়ং, যিনি মার্কিন দূতাবাসের সমন্বয়কারী (উত্তর ভারত)। অপরজন হলেন রবিন বনসল, যিনি উত্তর ভারত দফতরের সাংস্কৃতিক বিষয়ক বিশেষজ্ঞ।
সূত্রের খবর, যে ইস্যুগুলি নিয়ে এদিন দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে, সেগুলি হল—অবৈধ কসাইখানা বন্ধ, অ্যান্টি-রোমিও স্কোয়াড, নারী ক্ষমতায়ণ, নারী নিরাপত্তা, কর্মসংস্থান, উন্নয়ন এবং উত্তরপ্রদেশ সরকারের বিভিন্ন প্রকল্প। বৈঠকের পর ইয়ং জানান, নারী নিরাপত্তা নিয়ে কয়েকজন মেয়ের সঙ্গে তিনি কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন, রাজ্যে নিরাপত্তা যথেষ্টই রয়েছে।
অন্যদিকে, মার্কিন আধিকারিকদের পাঠক আশ্বাস দেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতায় দল রাজ্যে ক্ষমতায় এলেও, সহমতের ভিত্তিতে কাজ করবে। তিনি যোগ করেন, রাজনৈতিক চাপসৃষ্টি থেকে পুলিশকে মুক্ত করা হয়েছে। তিনি যোগ করেন, সরকারের প্রধান লক্ষ্য হল রাজ্যকে ভীতি ও অপরাধ থেকে মুক্ত করা।