দু ধরনের ৫০০ টাকার নয়া নোট নিয়ে বিভ্রান্তি, ছাপার গলদ, বলল রিজার্ভ ব্যাঙ্ক
ABP Ananda, web desk | 25 Nov 2016 02:06 PM (IST)
নয়াদিল্লি: মাত্র দু সপ্তাহ হল নতুন পাঁচশ টাকার নোট চালু হয়েছে। কিন্তু এই নোট নিয়ে কোনও কোনও ক্ষেত্রে বিভ্রান্তি দেখা গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ৫০০ টাকার নোট চালু করেছে সেগুলি সবগুলিই একই ধরনের নয়। এই নিয়েই দেখা দিয়েছে বিভ্রান্তি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিনটি এমন ঘটনা দেখা গিয়েছে যেখানে দুটি ৫০০ টাকার নোটের একটির সঙ্গে অপরের মিল নেই। একটি নোটে গাঁধীজীর ছবির মাথা ও অবয়বের পিছনে ঘণ ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু দ্বিতীয় নোটে এই ছায়া কম। এছাড়াও জাতীয় প্রতীকের অ্যালাইনমেন্ট ও সিরিয়াল নম্বরেও গোলমাল রয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের মুখপাত্র আল্পনা কিল্লাওয়ালার কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেছেন, তাড়াহুড়োয় ছাপার ক্ষেত্রে গলদ রয়েছে, এমন নোটও ছাড়া হয়ে গিয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, এই নোট ব্যবহারের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। স্বচ্ছন্দে এই নোটের আদানপ্রদান করা যাবে। এছাড়া, তেমন মনে হলে রিজার্ভ ব্যাঙ্কের কাছে ওই নোট ফিরিয়েও দেওয়া যাবে।