মুম্বই: উবের ট্যাক্সি চেপে বান্দ্রা শহরতলি থেকে ভারসোভা যাওয়ার পথে শ্লীলতাহানির শিকার বিদেশিনী। বুধবার রাতের ঘটনাটি জানাজানি হয় পরদিন তাঁর এক বন্ধুর ফেসবুক পোস্ট থেকে। তারপর ওই বিদেশিনী নিজেই সান্তাক্রুজ থানায় অভিযোগ দায়ের করেন ট্যাক্সিচালক ৩২ বছর বয়সি শেহবাজ শেখের বিরুদ্ধে। সেখানকার এক পদস্থ পুলিশকর্তা বলেছেন, অভিযোগকারিণীর দেওয়া তথ্যের ভিত্তিতে আমাদের টিম ট্যাক্সি সংস্থার কাছ থেকে চালক সম্পর্কে বিস্তারিত খবরাখবর নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
শেহবাজের গ্রেফতারির পরই তাকে সাসপেন্ড করেছে উবের। এমন ঘটনার বেলায় তারা জিরো টলারেন্স মনোভাব নিয়েছে বলে জানিয়েছে বেসরকারি ট্যাক্সি পরিষেবা সংস্থাটি।
ফেসবুক পোস্ট থেকে জানা গিয়েছে, প্রথমে ওই চালক সওয়ারি বিদেশিনীকে তার পাশে সামনের সিটে বসতে বলে। কিন্তু তিনি রাজি না হওয়ায় সে উঠে এসে পিছনের আসন পরিষ্কার করে দেওয়ার অছিলায় তাঁর গায়ে অশালীন ভাবে হাত দেয়। বিদেশিনী তাকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তিনি চিত্কার করতেই নিরস্ত হয় চালক। তিনি ট্যাক্সি থেকে নেমে পড়েন।
বিদেশিনী যাত্রীর ‘শ্লীলতাহানি’, গ্রেফতার উবের চালক
web desk, ABP Ananda
Updated at:
20 Aug 2016 11:24 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -