নয়াদিল্লি: রাজধানীতে ফের নারী নির্যাতন। ৯ তারিখ উবের ট্যাক্সির মধ্যে আটকে এক মহিলা যাত্রীর যৌন নিগ্রহ হয়েছে অভিযোগ। অভিযুক্ত উবের চালক খোদ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালকের নাম সঞ্জীব। উবেরে তার নাম নথিভুক্ত নয়, তারপরেও ওই অ্যাপ নির্ভর গাড়ি চালাচ্ছিল সে।
অভিযোগকারিণী সোনেপতের এক বহুজাতিক সংস্থায় চাকরি করেন। সাধারণত নিজের গাড়িতেই তিনি অফিস যান কিন্তু শুক্রবার চড়েন ওই উবের ট্যাক্সিতে। সন্ধে ৭টা নাগাদ গাড়িটি এলে তিনি খেয়াল করেন, গাড়িতে হলুদ নম্বর প্লেট নেই। এরপরেও গাড়িতে উঠে পড়েন তিনি।
গাড়ির চালক কাউকে ফোন করে দেখা করতে বলে, বলে, একসঙ্গে বসে নেশা করবে। মহিলা তখনই উবের অ্যাপে ওই চালকের ব্যাপারে তথ্যের খোঁজ করেন কিন্তু দেখেন, গাড়িটি অন্য চালকের নামে রয়েছে।
এরপর ওই চালক ঠিক রাস্তায় যাওয়ার বদলে নির্জন একটি পথ ধরে নেয়। মুকারবা চকের কাছে সিগন্যালে গাড়িটি ধীরে হলে ওই তরুণী গাড়ি থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেন কিন্তু চালক তখনই সেন্ট্রাল লকিং সিস্টেম দিয়ে দরজা বন্ধ করে দেয়।
এই সময় সঞ্জীব নামে ওই চালক মহিলার উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করে বলে অভিযোগ। কিন্তু জ্বালানি ফুরিয়ে যাওয়ায় একটি সিএনজি স্টেশনে দাঁড়াতে হয় তাকে। গাড়ির গতি কমার সঙ্গে সঙ্গে মহিলা বাইরে লাফিয়ে পড়েন, খবর দেন পুলিশে।
হরিয়ানার সোনেপত থেকে অভিযুক্ত চালককে গ্রেফতার করে পুলিশ। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ির মধ্যেই সে ঘুমোচ্ছিল। জানা গিয়েছে, তার ড্রাইভিং লাইসেন্সও নেই।
দিল্লিতে গাড়িতে আটকে উবের চালকের মহিলাযাত্রীর যৌন নিগ্রহ
ABP Ananda, Web Desk
Updated at:
13 Mar 2018 09:09 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -