নয়াদিল্লি: ওলার পর এবার সময় ভিত্তিক গাড়িভাড়া চালু করল উবের। সোমবার মার্কিনজাত অ্যাপ-নির্ভর এই ক্যাব সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত ভারতের ৯টি শহরে তারা ‘উবের হায়ার’ চালু করছে।


এর ফলে, কোনও যাত্রী ১২-ঘণ্টা পর্যন্ত ক্যাব ভাড়া করতে পারবেন। জানা গিয়েছে, প্রাথমিকভাবে কোচি শহরে এই পরিষেবার ট্রায়াল রান দেওয়া হয়। তাতে সাফল্য আসার পরই এবার একযোগে নটি শহরে চালু করা হচ্ছে ‘উবের হায়ার’।


সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে দিল্লি, মুম্বই, পুণে, বেঙ্গালুরু, চেন্নাই, আমদাবাদ, বিশাখাপত্তনম ও নাগপুরে এই পরিষেবা চালু হল। সংস্থার আশ্বাস, আগামীদিনে আরও শহরে পর্যায়েক্রমে এই পরিষেবা চালু করা হবে।


সংস্থার তরফে জানানো হয়েছে, এই পরিষেবায় আওতায় প্রথম ৩০ কিলোমিটার বা প্রথম ২ ঘণ্টার জন্য ন্যূনতম ভাড়া ধার্য করা হবে ৪৪৯-৬৪৯ টাকা।


এরপর প্রতি মিনিট ২ টাকা বা প্রতি কিলোমিটার ১২ টাকা করে ধার্য করা হবে। আপাতত, কেবল মাত্র নগদে লেনদেনের মাধ্যমেই এই ভাড়া নেওয়া হবে।


প্রসঙ্গত, উবের এদিন এই পরিষেবা চালু করলেও, সংস্থার মূল প্রতিদ্বন্দ্বী ওলা গত বছরই একই ধরনের পরিষেবা ‘রেন্টাল্স’ ভারতের ৮৫টি শহরে চালু করেছে।