উদয়পুরের ডিএফও চেতন সিংহ দেওরা এক বিবৃতিতে জানিয়েছেন, কুমার নামে ১২ বছরের একটি বাঘ তার ডেরার বেড়া ভেঙে ওই সেকশনে ঢুকে পড়ে। এই সেকশনেই থাকত দামিনী নামে ১৫ বছরের বাঘিনী। বাঘটি বাঘিনীর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং তার ওপর হামলা চালায়। কেয়ারটেকার হৈচৈ করে তাদের দুজনের লড়াই থামানোর চেষ্টা করে। কিন্তু বাঘ এতটুকু পিছু হঠেনি। বাঘিনী গুরুতর জখম হয়। মৃত্যু না হওয়া পর্যন্ত তার গলা কামড়ে থাকে বাঘটি।
ফরেস্ট ফোর্সের প্রধান জিভি রেড্ডি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাঘিনীর দেহের ময়নাতদন্ত করা হবে।
ম্যাঙ্গালোরের পিল্লিকুলা চিড়িয়াখানা থেকে কুমারকে সজ্জনগড় জুলজিক্যাল পার্কে ২০১৭-তে নিয়ে আসা হয়েছিল। দামিনীকে ২০১৫-তে পুনের রাজীব গাঁধী চিড়িয়াখানা থেকে নিয়ে আসা হয়েছিল।