মুম্বই: অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক পৃথ্বী শ-কে সম্বর্ধনা দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সেইসঙ্গে মুম্বই শহরে বাড়ি নিয়ে এই তরুণ ক্রিকেটারের সমস্যা সমাধানের আশ্বাসও দিলেন তিনি।
ঠাকরে বলেছেন, পৃথ্বীকেই খেলাতেই মনঃসংযোগ করতে হবে। মুম্বইয়ে একটা বাড়ি নিয়ে ওকে মাথা ঘামাতে হবে না। ওকে এই সমস্যায় নিয়ে জেরবার হতে দেব না।
বান্দ্রায় নিজের বাসভবন মাতশ্রীতে পৃথ্বী ঠাকরের সঙ্গে দেখা করেন। ঠাকরে বলেছেন, পৃথ্বী যে কৃতিত্ব দেখিয়েছি, তা বর্ণনা করার ভাষা আমার নেই। ও আমাদের গর্বিত করেছে।
মুম্বইয়ে পৃথ্বীকে একটি বাড়ি দেওয়ার দাবি জানিয়ে শিবসেনা বিধায়ক সঞ্জয় পটনিস সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে দেখা করেছিলেন।
পৃথ্বী বিরারে থাকেন। কিন্তু পটনিস ভাকোলার এসআরএ কলোনিতে এই প্রতিশ্রুতিমান ক্রিকেটারের থাকার ব্যবস্থা করে দিয়েছেন।
গতকাল ফড়নবীশ ও রাজ্যপাল বিদ্যাসাগর রাও-ও পৃথ্বীকে সংবর্ধনা জানিয়েছেন। রাজভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে অনূর্দ্ধ ১৯ দলের বোলিং কোচ তথা ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় পারস মাম্বব্রেকেও সম্মান জানানো হয়।
মুম্বইয়ে বাড়ি নিয়ে পৃথ্বী শ-র মুশকিল আসানের আশ্বাস উদ্ধবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Feb 2018 04:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -