মুম্বই: প্রায় সব এক্সিট পোলেই বিজেপি গুজরাত বিধানসভা ভোটে জিতে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে চলেছে বলে ভবিষ্যদ্বাণী করা হলেও ভিন্নমত পোষণ করছেন শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে। বান্দ্রা শহরতলির বাসভবন মাতোশ্রীর বাইরে সাংবাদিকদের সামনে তিনি মন্তব্য করেন, এক্সিট পোলে বিজেপির বিরাট জয় হবে বলা হচ্ছে। কিন্তু এই ভবিষ্যদ্বাণী আমরা মানতে পারছি না। সোমবারই চূড়ান্ত ফল বেরচ্ছে। সেটাই সবাইকে মানতে হবে। গুজরাতের বর্তমান পরিস্থিতির সঙ্গে এক্সিট পোলের পূর্বাভাসের বিরাট ফারাক আছে
গত বৃহস্পতিবার হওয়া সব কটি এক্সিট পোলেই দেখানো হয়েছে, ১৮২টি আসনের গুজরাত বিধানসভায় ১০০-র বেশি আসন পেতে চলেছে ২২ বছর রাজ্যে ক্ষমতায় থাকা বিজেপি।
রাহুল গাঁধী কংগ্রেস সভাপতি পদে আসীন হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়ে উদ্ধব বলেন, গুজরাত ভোটের প্রচারে প্রচুর খেটেছেন রাহুল। আশা করি, উনি দলীয় কর্মীদের আস্থা, প্রত্যাশা পূরণ করবেন।
মহারাষ্ট্রে সরকার চালানো জোটের বড় শরিক বিজেপিকে খোঁচা দিয়ে ইদানিং প্রায় সব ইস্যুতেই ভিন্ন সুরে কথা বলা শিবসেনা প্রধান বলেন, দেশবাসীর বিরাট প্রত্যাশা ছিল এনডিএ-র প্রধান দলটির কাছে, কিন্তু কৃষিঋণ থেকে বেকারি, কোনও ইস্যুরই মোকাবিলা করতে পারেনি তারা। উদ্ধবের মন্তব্য, ক্ষমতায় এসে শিবসেনা ভোল বদলায়নি। জনস্বার্থের প্রশ্নে আমাদের অবস্থান পরিষ্কার। আমাদের কী করা উচিত, সে ব্যাপারে কেউ জ্ঞান দেবেন না।
গুজরাতে বিজেপির 'বিপুল জয়': এক্সিট পোলের পূর্বাভাস মানতে নারাজ শিবসেনা
Web Desk, ABP Ananda
Updated at:
16 Dec 2017 08:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -