মুম্বই: শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাহুল গাঁধীর ট্যুইট ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। এই প্রথম রাহুল শুভেচ্ছা জানালেন উদ্ধবকে। শিবসেনা সভাপতি আজ ৫৮-য় পা দিলেন। রাহুল সকালে ট্যুইট করেন, শ্রী উদ্ধব ঠাকরেজিকে জন্মদিনের অভিনন্দন। উনি সুস্থ থাকুন, সবসময় সুখে থাকুন, এই প্রার্থনা জানাই।
প্রতিক্রিয়া দিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, উদ্ধবজি সারা দেশ, দেশের বাইরে থেকেও জন্মদিনের শুভেচ্ছাবার্তা পেয়ে থাকেন। এবার রাহুল গাঁধীও ট্যুইটারে প্রকাশ্যে তাঁকে অভিনন্দন জানালেন।
দিনকয়েক আগেই লোকসভায় কট্টর রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরে আলোড়ন ফেলে দেন কংগ্রেস সভাপতি। তারপর আজ বিরোধী রাজনৈতিক মেরুতে থাকা শিবসেনা সভাপতির জন্মদিনে তাঁর কুশল কামনা করলেন তিনি।




কংগ্রেসের একটি সূত্রের বক্তব্য, রাহুল রাজনৈতিক বিরোধিতা, প্রতিদ্বন্দ্বিতাকে ছাপিয়ে ব্যক্তিগত স্তরে সুসম্পর্ক গড়তে চাইছেন। উদ্ধবকে শুভেচ্ছা পাঠানো তারই প্রয়াস বলে দেখা যেতে পারে। মহারাষ্ট্র কংগ্রেস মুখপাত্র সচিন সাবন্ত অবশ্য বলছেন, রাহুল গাঁধী আরেকটি রাজনৈতিক দলের প্রধানকে অভিনন্দন জানিয়েছেন। এর মধ্যে কিছু খুঁজতে যাওয়া বৃথা।
ঘটনাচক্রে উদ্ধব ও শিবসেনা বেশ কিছুদিন ধরেই তীব্র সমালোচনা করছেন নরেন্দ্র মোদী ও কেন্দ্রের বর্তমান সরকার ও বিজেপির। সম্প্রতি লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে তেলুগু দেশম পার্টির অনাস্থা প্রস্তাবকে বিরোধী দলগুলি সমর্থন করে, শিবসেনা তার ওপর আলোচনায় ও ভোটাভুটিতে শামিল হয়নি।
এদিন অবশ্য উদ্ধবকে শুভেচ্ছা পাঠান প্রধানমন্ত্রী মোদী, অহরহ উদ্ধব ও তাঁর দলে মহারাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের নিন্দায় মুখর হন, তিনিও।
মোদী ট্যুইট করেন, শ্রী উদ্ধব ঠাকরেকে জন্মদিনের শুভেচ্ছা। সর্বশক্তিমান তাঁকে সমাজসেবার জন্য দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য দিন, এই কামনা করি।




তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইট করেন, উদ্ধব ঠাকরেজিকে জন্মদিনের শুভেচ্ছা। ২০১৯-র লোকসভা ভোট সামনে রেখে বিজেপিকে হারাতে মমতা বিরোধী ফ্রন্ট গড়তে সক্রিয়। সেই প্রেক্ষাপটেই তাঁর আজকের ট্যুইট। গত বছর মুম্বই সফরে গিয়ে উদ্ধবের সঙ্গে দেখাও করেছিলেন মমতা।