পাক হামলা: 'মন কি বাত' ছেড়ে 'গান কি বাত' করুন মোদী! বলল শিবসেনা
Web Desk, ABP Ananda | 03 May 2017 01:35 PM (IST)
মুম্বই: 'মন কি বাত' বন্ধ করে 'গান কি বাত' করুন প্রধানমন্ত্রী! পাকিস্তানি সেনার হামলায় দুই ভারতীয় জওয়ানের মৃত্যু ও তাঁদের মুণ্ডচ্ছেদের জবাবে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এই মন্তব্য করলেন উদ্ধব ঠাকরে। দলীয় নেতা-কর্মীদের জমায়েতে বিজেপি শরিক শিবসেনার সভাপতি গতকাল রাতে বলেন, এ ব্যাপারে যা করার, এখনই করতে হবে। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে মন কি বাত না করে গান কি বাত করুন প্রধানমন্ত্রী। গত সোমবার জম্মুর পুঞ্চের কৃষ্ণঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান থেকে রকেটচালিত গ্রেনেড, মর্টার হামলায় নিহত হন দুজন ভারতীয় জওয়ান। তারপর সেখানে ঢুকে পাক সেনা জওয়ান ও জঙ্গিদের নিয়ে তৈরি বাহিনী বর্ডার অ্যাকশন টিম (ব্যাট) দুই ভারতীয় জওয়ানের মাথা কেটে দেয়, যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।