নয়াদিল্লি: এবার মার্কশিট ও শংসাপত্রেও বাধ্যতামূলকভাবে থাকবে আধার নম্বর। পাশাপাশি থাকবে পড়ুয়ার ছবিও। জালিয়াতি রুখতে বুধবার এমনই সিদ্ধান্ত নিল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
এই মর্মে সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে ইউজিসি। এদিন কমিশনের সচিব সে এস সান্ধু বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মার্কশিট ও শংসাপত্রে সুরক্ষা বৈশিষ্ট্য থাকলে তা নকল করা প্রবণতা কমবে। একইসঙ্গে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা ও অভিন্নতাও প্রকাশ পাবে।
তিনি জানান, সব বিশ্ববিদ্যালয় ও কলেজকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক মার্কশিট ও শংসাপত্রে সংশ্লিষ্ট পড়ুয়ার ছবি ও আধার কার্ড দিতে হবে। একইসঙ্গে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং পাঠ্যক্রমের ধরনও (রেগুলার, পার্ট-টাইম বা ডিস্টান্স) অন্তর্ভুক্ত করতে হবে।