শ্রীনগর: হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যু পরবর্তী অশান্তির জেরে রবিবার জম্মু-কাশ্মীরে ইউজিসি নেট পরীক্ষা স্থগিত করে দেওয়া হল। শ্রীনগরের ১৬টি কেন্দ্রে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। ১০ হাজারেরও বেশি পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু অশান্ত পরিস্থিতির জন্যই পরীক্ষা স্থগিত করে দেওয়া হল। ইউজিসি-র পক্ষ থেকে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষার পরবর্তী দিন স্থির হলে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

 

শুক্রবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ অঞ্চলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে বুরহানের মৃত্যু হয়েছে। এরপর থেকেই কাশ্মীরে অশান্তি চলছে। বিচ্ছিন্নতাবাদীরা বনধের ডাক দিয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলওয়ামা জেলা এবং আশেপাশের অঞ্চলে কার্ফু জারি করা হয়েছে। মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রেনও চলছে না। অমরনাথ যাত্রা বন্ধ করে রাখা হয়েছে। সবমিলিয়ে উপত্যকার জনজীবন বিপর্যস্ত।