সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন নীরব। যদিও ব্রিটেনের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। চলতি বছরের শুরুতেই হিরে ব্যবসায়ী নীরব ও তাঁর আত্মীয় মেহুল চোকসির বিরুদ্ধে বিপুল পরিমাণ ঋণখেলাপির অভিযোগ ওঠে। মামলা দায়ের হওয়ার আগেই দেশ ছেড়ে পালান নীরব ও মেহুল। তাঁদের এখনও দেশে ফেরানো যায়নি। নীরবের ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় নেওয়ার খবর সত্যি হলে তাঁকে প্রত্যর্পরণের আবেদন জানানো হতে পারে বলে বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।