সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন নীরব। যদিও ব্রিটেনের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। চলতি বছরের শুরুতেই হিরে ব্যবসায়ী নীরব ও তাঁর আত্মীয় মেহুল চোকসির বিরুদ্ধে বিপুল পরিমাণ ঋণখেলাপির অভিযোগ ওঠে। মামলা দায়ের হওয়ার আগেই দেশ ছেড়ে পালান নীরব ও মেহুল। তাঁদের এখনও দেশে ফেরানো যায়নি। নীরবের ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় নেওয়ার খবর সত্যি হলে তাঁকে প্রত্যর্পরণের আবেদন জানানো হতে পারে বলে বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। লুঠেরাদের রাজনৈতিক আশ্রয় দিচ্ছে ব্রিটেন, নীরব মোদী প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া রঘুরাম রাজনের
Web Desk, ABP Ananda | 11 Jun 2018 01:25 PM (IST)
নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত নীরব মোদীর ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার খবরে তীব্র প্রতিক্রিয়া রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের। তিনি ট্যুইট করে বলেছেন, ‘ওরা ভারতে এসেছিল, আমাদের লুঠ করেছে। তারপর আমরা ওদের তাড়িয়েছি। সময় লাগে ২০০ বছর। এখন আমরা ভারতীয়রাই নিজেদের লুঠ করছি আর লুঠেরাদের রাজনৈতিক আশ্রয় দিচ্ছে ব্রিটেন। ঔপনিবেশিক প্রথা মিটেছে খাতায় কলমে। আসলে ব্রিটিশরা এখনও আমাদের শাসন করছে।’