দেহরাদূন: বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্বামী ও শ্বশুরকে খুনের অভিযোগে গ্রেফতার এক মহিলা। দেহরাদূনের কুয়ানওয়ালা এলাকায় একটি পরিত্যক্ত গাড়ি থেকেই মৃত দুই ব্যক্তির দেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার মহিলার প্রেমিককেও পুলিশ গ্রেফতার করেছে। ওই ব্যক্তি মহিলার স্বামীর বাড়িতে ভাড়াটে হিসেবে থাকত।
সিনিয়র পুলিশ সুপার সুইটি অগ্রবাল জানিয়েছেন, কুয়ানওয়ালা জঙ্গল এলাকায় পরিত্যক্ত গাড়ি থেকে ওই মহিলার স্বামী ও শ্বশুরের কম্বলে মোড়া দেহ পুলিশের টগলদার কর্মীরা উদ্ধার করেন।
নিহতরা হলেন রাজেশ রানা এবং তাঁর বাবা প্রেম রানা। এসপি জানিয়েছেন, ঘটনাক তদন্তে নেমে পুলিশ রাইপুরন্দ এলাকায় নানুখেদায় রাজেশের স্ত্রী দীপিকার কাছে যায়। জেরায় ভেঙে পড়ে দীপিকা অপরাধ কবুল করে। দীপিকা জানায়, প্রেমিক যোগেশ অরোরা ও আরও দুজনের সাহায্যে সে স্বামী ও শ্বশুরকে খুন করেছে।
পুলিশ জানিয়েছে, গত ৩ মার্চ রাতে রাজেশ ও তার দুই দুষ্কৃতীকে পেছনের দরজা খুলে বাড়িতে ঢোকায় দীপিকা। ওই তিনজন রাজেশ ও তাঁর বাবার গলায় নাইলনের দড়ির ফাঁস দেয় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য ছুরি দিয়ে আঘাত করে। এরপর কম্বলে মৃতদেহ গুলি মুড়ে গাড়িতে রেখে দেয়।
পুলিশকে বিভ্রান্ত করতে দীপিকা রায়পুর থানায় স্বামী ও শ্বশুর নিখোঁজ অভিযোগ করে ডায়েরি করে। তার অভিযোগ ছিল, স্বামী ও শ্বশুর গাড়িতে করে বুলন্দশহরে গিয়েছিলেন। কিন্তু তাঁরা আর ফেরেননি।
পুলিশ বাকি দুই অভিযুক্তের খোঁজ করছে।
ভাড়াটের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্বামী ও শ্বশুরকে খুন, গ্রেফতার মহিলা
ABP Ananda, web desk
Updated at:
06 Mar 2017 08:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -