গুয়াহাটি: অসমে বিজেপি নেতার ছেলেকে অপহরণ করে ১ কোটি টাকা পণ চাইল নিষিদ্ধ ঘোষিত উলফা-র (স্বাধীনতা গোষ্ঠী)। অনলাইনে ভিডিও পোস্ট করে কোনও এক অজ্ঞাত স্থানে তিনসুকিয়া জেলা পরিষদের সহ সভাপতি রত্নেশ্বর মোরানের ছেলে কুলদীপ মোরানকে পণবন্দি করে রাখার ছবিও দেখিয়েছে তারা। ভিডিও-তে চোখবাঁধা কুলদীপকে ঘিরে রয়েছে মুখোশ পরা পাঁচ অ্যাসল্ট রাইফেলধারী। কুলদীপ উলফার হাতে অপহরণ, পণবন্দি হওয়ার কথা স্বীকার করেছে। তাকে বলতে শোনা যাচ্ছে, আমি দুর্বল হয়ে পড়েছি। শরীর ভেঙে গিয়েছে। ভয় পাচ্ছি, হয়ত গুলির লড়াইয়ের মাঝে পড়ে মারা যাব। নিজের বাবা-মা, বিজেপি বিধায়ক বোলিন চেটিয়া ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে তার মুক্তির ব্যাপারে উদ্যোগী হতে আবেদন করেছে কুলদীপ।
তাকে গত ১ আগস্ট অপহরণ করা হয় বলে শোনা যাচ্ছে। ভিডিওটি ছাড়া হয়েছে সম্প্রতি।
একটি সূত্রে এও শোনা যাচ্ছে, নিজেকে উলফার লোক বলে দাবি করে ফোনে এক ব্যক্তি কুলদীপকে ছাড়াতে বিজেপি এমএলএ বোলিন চেটিয়ার কাছ থেকে এক কোটি টাকার ব্যবস্থা করতে বলেছে রত্নেশ্বরকে। ঘটনাচক্রে বোলিন উজানি অসমের সাদিয়া থেকে নির্বাচিত এমএলএ।
তবে তাঁদের সঙ্গে অপহরণকারীদের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন উলফা-র সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া। এমনকী কুলদীপকে সত্যিই অপহরণ করা হয়েছে কিনা, সংশয় প্রকাশ করেছেন তিনি। বলেছেন, রত্নেশ্বর চুনোপুঁটি বিজেপি নেতা। ওর ১ কোটি টাকা দেওয়ার ক্ষমতা নেই।
অসমে বিজেপি নেতার ছেলেকে অপহরণ করে ১ কোটি টাকা চাইল উলফা
ABP Ananda, web desk
Updated at:
22 Aug 2016 02:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -