নয়াদিল্লি:  ভিআইপি সংস্কৃতির পক্ষেই সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। তাঁর বক্তব্য, কোনও মন্ত্রী কর্তব্যরত অবস্থায় থাকলে প্রয়োজনে গাড়ি চলাচল বন্ধ এবং বিমানের দেরী হলে, তা আদৌ অবৈধ নয়।


পঞ্জাবে মন্ত্রীদের লালবাতির ব্যবহারে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রী বলেছেন, কোনও মন্ত্রী কর্তব্যরত অবস্থায় লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতেই পারেন। এমনকি তাঁর জন্য রাস্তায় গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য থমকেও থাকতে পারে। কোনও মন্ত্রী কোনও বৈঠকের জন্য গেলে বিমানও ৫-৭ মিনিট দেরী করে ছাড়তে পারে।

উমার যুক্তি, কোনও কারণে মন্ত্রী বৈঠকে যোগ দিতে না পারলে কোনও প্রকল্প সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে যদি দেরী হয়, তাহলে কয়েক কোটি টাকা লোকসান হয়।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ভিআইপি কালচার অবসানের যে প্রবণতা চালু করেছেন তা এখন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। পঞ্জাবে মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের পরই অমরিন্দার সিংহ মন্ত্রীদের লালবাতি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন। উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও একই পথে হেঁটেছেন।

উমা ভারতী এই প্রবণতার জন্য কেজরীবালের সমালোচনা করেছেন।

উমা বলেছেন, মন্ত্রীদের তাঁদের যাত্রার কারণ সম্পর্কে সরকারকে লিখিতভাবে জানানো উচিত। ব্যক্তিগত সফরে লালবাতি ব্যবহার করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছেন।