বাতিল নোট বদলাতে না পেরে হতাশ, গায়ে আগুন দিয়ে আত্মহত্যা দিনমজুরের
Web Desk, ABP Ananda | 05 Dec 2016 01:52 PM (IST)
আলিগড়(উত্তরপ্রদেশ): হাতে টাকা প্রায় শেষ। বাড়িতে অনাহারে রয়েছে ৪ সন্তান। এদিকে বদলাতে পারছেন না পুরনো বাতিল নোট। হতাশাগ্রস্থ হয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী এক মহিলা দিন মজুর। মৃতের পরিবার সূত্রে খবর, দিল্লির শাহজামাল এলাকার বাসিন্দা বছর ৪৫-এর ওই মহিলার নাম রাজিয়া। দিনমজুরি করে যে আয় হত, তা দিয়েই চলত সংসার। নোট বাতিল ঘোষণার পর মহা সমস্যায় পড়েন তিনি। জমানো টাকা সব শেষ হয়ে যায়। কাছে পড়ে ছিল ৬ টি পুরোনো পাঁচশ টাকার নোট। গত পাঁচদিন ধরে বিভিন্ন ব্যাঙ্কে ঘুরেও বাতিল নোট বদলাতে পারেননি তিনি। এদিকে তিন দিন ধরে বাড়িতে না খেয়ে রয়েছে তাঁর চার সন্তান। রাগে, হতাশায় চরম পথ বেছে নেন অসহায় রাজিয়া। গায়ে আগুন দেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। রাজিয়ার মৃত্যুতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।