বেঙ্গালুরু: বিষ প্রয়োগ করে মা, বোনকে মেরে আত্মহত্যার চেষ্টা ডাক্তারের। সম্ভবত মাইগ্রেনের ব্যথা সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় তিনি এমন চরম কাজ করেছেন বলে মনে করছে পুলিশ। তারা জানিয়েছে, মা, বোন ও নিজের মাইগ্রেনের অসুখ সারানোর উপায় খুঁজে না পেয়ে চরম হতাশায় ভুগছিলেন গোবিন্দ প্রকাশ নামে ৪৩ বছর বয়সি ওই ডাক্তার। মাইগ্রেনের যন্ত্রণার ফলে পরিবারে প্রবল অশান্তি চলছিল। অবশেষে আজ সকালে মা মুকাম্বিকা (৭৫) ও বোন শ্যামলা (৪০)কে বিষ দিয়ে মেরে ফেলেন তিনি, তারপর একই কায়দায় আত্মহত্যার চেষ্টাও করেন। কিন্তু সফল হননি। ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার হয়েছে। সম্ভবত, সেটা ডাক্তারের লেখা সুইসাইড নোট। তাতেই লাগাতার মাইগ্রেনের কষ্টের উল্লেখ রয়েছে।
ওই ডাক্তারকে হাসপাতালে ভর্তি করে চিকিত্সা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।