ছেলের বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলতে না পেরে আত্মহত্যা কৃষকের
ABP Ananda, web desk | 19 Dec 2016 06:09 PM (IST)
মুজফফরনগর: ছেলের বিয়ের জন্য প্রয়োজনীয় টাকা ব্যাঙ্ক থেকে তুলতে পারেননি। এজন্য বিষপান করে আত্মহত্যা করলেন ৪৮ বছরের কৃষক সতীশ কুমার। গতকাল গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পরিবারের দাবি, ব্যাঙ্কের দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টাকা তুলতে পারেননি। এজন্য তিনি খুবই উদ্বিগ্ন ছিলেন। এদিকে, নগদের অভাবের কারণে উত্তরপ্রদেশেরই মীরপুরের এক ব্যক্তি তাঁর মেয়ের বিয়ের খরচে কাটছাঁট করলেন। বরের সঙ্গে এসেছিলেন মাত্র চারজন বরযাত্রী। অতিথিদের বিয়ের পর অল্পসল্প খাবার দেওয়া হয়। আত্মীয়রা মকবুল আহমেদকে বিয়ে স্থগিত রাখতে বলেছিলেন। কিন্তু তা না শুনে অনাড়ম্বরভাবেই মেয়ের বিয়ে দিলেন তিনি।