বান্দা(উত্তরপ্রদেশ): সামনেই পরীক্ষা। ফি দেওয়া বাকি। কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারছেন না। এই হতাশা থেকে আত্মঘাতী বছর ১৮-র এক পড়ুয়া। উত্তরপ্রদেশের বান্দার মাভাই বুজার্গ গ্রামের ঘটনা।


পুলিশ জানিয়েছে, কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের জেরে টাকা তোলা নিয়ে বেশ সমস্যায় পড়তে হয় পাঞ্চনেহি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের বি.এসসি-র ছাত্র সুরেশকে। বেশ কয়েকদিন ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েও টাকা তুলতে পারেননি তিনি। ফলত জমা দিতে পারছিলেন না পরীক্ষার ফি। গতকালও দীর্ঘক্ষণ টাকা তোলার লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু মেলেনি টাকা। অবসাদ থেকেই শেষমেশ চরম সিদ্ধান্ত নেন সুরেশ। সিলিং ফ্যানে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এই ঘটনায় গ্রামবাসীদের ক্ষোভ গিয়ে পড়ে ব্যাঙ্কের ওপর। ব্যাঙ্কে ভাঙচুর চালায়, পাথর ছোঁড়ে তারা। পুলিশ জানিয়েছে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।